November 23, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় রাজমিস্ত্রি হত্যায় তিন আসামী গ্রেফতার

দ. প্রতিবেদক
খুলনায় কোরবান ওরফে চায়না (৪০) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশ, মহানগর গোয়েন্দা বিভাগ এবং র‌্যাব-৬ খুলনার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপির) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) এ.জেড.এম তৈমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- খুলনা সদর থানাধীন ২৭নং ওয়ার্ডের ২নং ব্যাংকার্স গলির ফিরোজ হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (১৯), ১২নং নিরালা প্রান্তিকা আবাসিকের মোসলেম সরদারের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৫) ও লবণচরা থানাধীন উত্তর হরিণটানা এলাকার হাফেজ আব্দুল আহাদের ছেলে মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের (১৯)।
র‌্যাব-৬ জানায়, সোনাডাঙ্গা মডেল থানাধীন হাফিজ নগরের (ইউসুফ স্কুলের পাশে) এনজের আলী সরদারের ছেলে কোরবানের সাথে আসামীরা পূর্ব পরিচিত এবং একই সাথে মিস্ত্রির কাজ করতো। কিছুদিন ধরে কাজের হিসাব নিকাশ ও বিভিন্ন বিষয় নিয়ে আসামীদের ও ভিকটিমের মধ্যে মনমালিন্য চলছিলো। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার দুপুরের দিকে আসামীরা কোরবানকে বাড়ি থেকে কাজের কথা বলে নিরালা ১নং রোডস্থ্ দিঘীরপারে ডেকে নিয়ে যায়। কোরবান উক্ত স্থানে যাওয়ার পরে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমের মাথা, তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আসামীদের এলোপাথারি আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে এবং ভিকটিমের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে মুমুর্ষূ অবস্থায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী শাহানা বেগম আটজনের নাম উল্লেখ ও ৩-৪ জন অজ্ঞাত আসামী করে খুলনা থানার মামলা দায়ের করেন, যার নং-১৮, তারিখ-০৮/০৮/২০২৩ খ্রি.।
কেএমপির এডিসি এ.জেড.এম তৈমুর রহমান জানান, মামলা রুজু হওয়ার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা থানা পুলিশ, মহানগর গোয়েন্দা বিভাগ এবং র‌্যাব-৬ খুলনার যৌথ অভিযানে হত্যা মামলায় জড়িত তিন আসামীকে গ্রেফতার করে। এদের মধ্যে আসামী হৃদয়কে র‌্যাব-৬, আসামী মোঃ জাহিদুলকে সদর থানা পুলিশ ও আসামী জোবায়েরকে মহানগর গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে। এ মামলায় অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের জন্য বিশেষ পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুন: