November 23, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ঢল

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণসমাবেশে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। রোববার (৪ আগস্ট) সকাল ১০টার পর থেকে শিক্ষার্থী ও জনতা সমাবেশস্থলে উপস্থিত হয়ে নানা স্লোগান দেন।

এ সময় শিববাড়ি চত্বর থেকে নগরীর বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে আসতে শুরু করেন আন্দোলনকারীরা। তাদের দফায় দফায় মিছিল ও বিক্ষোভ করতে দেখা যায়। আটকে দেয়া হয় মোড়ের চতুর্দিকের চলাচলের পথ।
আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছে শিববাড়ি মোড়। এ সময় আন্দোলনকারীদের ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,– এমন বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে নগরীর শিববাড়িতে অবস্থান নেন।
শেয়ার করুন: