খুলনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) ২০ নং ওয়ার্ডে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপসহীনভাবে সংগ্রাম করেছেন এবং দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দল ও দেশকে সঠিক পথে পরিচালিত করেছেন। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের নানা দিক তুলে ধরেন এবং তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে মহানগর ওয়ার্ড বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করা হয়।

