December 13, 2025
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ২

খুলনার ডুমুরিয়া যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দু’জন নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, বাসের যাত্রী ও মাদারীপুর জেলার বাসিন্দা হুমায়ুন খানের স্ত্রী বেবী বেগম (৫০)। অপরজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মেছাঘোনা এলাকায় সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও বাসের যাত্রী বেবী বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের ২২ যাত্রী আহত হয়েছেন।

ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে।

ডুমুরিয়া সংবাদ দাতা

শেয়ার করুন: