November 23, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় পুলিশের সহযোগিতায় পিতার কাছে ফিরে গেলো শিশু রুবাইয়া

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে পাওয়া ১১ বছর বয়সী শিশু (মানসিক বিকারগ্রস্ত) রুবাইয়াকে তার পিতা ঝিনাইদহ জেলার আরাপপুর থানার মোঃ আছাদুলের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপির) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) এ.জেড.এম তৈমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিনকে তিনি জানান, গত ০৫ আগস্ট রাত আনুমানিক ১.১৫ মিনিটে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি কন্যা শিশু (মানসিক বিকারগ্রস্ত) বাসস্ট্যান্ডের জনৈক ব্যক্তি সোনাডাঙ্গা মডেল থানায় নিয়ে আসেন। পরে ওই শিশুকে সোনাডাঙ্গা থানা ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, ভিকটিম নিজের নাম রুবাইয়া ছাড়া আর কোনকিছু বলতে পারে না। ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত এসআই (নিঃ) ডলি সরকার ও এসআই (নিঃ) ফাতেমা খাতুন সঙ্গীয় নারী কনস্টেবলসহ চেষ্টা করে ভিকটিমের নিজ বাড়ির ঠিকানা খুঁজে পায়। ভিকটিমের বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে তার বাবার সাথে যোগাযোগ করে। পরে ভিকটিমের জন্মসনদ ও তাহার বাবার পরিচয়পত্র যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহপূর্বক প্রবেশন অফিসার, সমাজসেবা অধিদপ্তর, খুলনার পক্ষে মোঃ হারুন অর রশিদ, ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ পারভীনা খাতুন এবং অফিসার ও ফোর্সের সহায়তায় জিডি মূলে ভিকটিমকে তার বাবার জিম্মায় প্রদান করা হয়েছে।

শেয়ার করুন: