খুলনাকে হারিয়ে সিলেট পর্ব শেষ করল রংপুর
বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। টসে জিতে আগে ব্যাট করতে নেমে খুশদিল শাহের ৭৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৮ রানে থামে খুলনা, তাতে ৮ রানে ম্যাচটি জিতে বিপিএলের সিলেট পর্বের খেলা শেষ করলো রংপুর।
১৮৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩১ রানে ওপেনার দারউইশ রসুলকে হারায় খুলনা। এরপর আরেক ওপেনার মোহাম্মদ নাইম বড় জুটি গড়েছিলেন মেহেদী মিরাজের সঙ্গে। নাইমের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে আউট হন মিরাজ।
২৪ বলে ৩৯ রান করে মিরাজ আউট হলেও ফিফটির দেখা পেয়েছেন নাইম। তিনি ৪১ বলে করেন ৫৮ রান, এরপর আউট হন শেখ মেহেদীর বলে। দলীয় ১৩৭ রানে নাইম আউট হওয়ার পর ক্যামিও ইনিংস খেলেছেন মোহাম্মদ আফিফ। তিনি ১৫ বলে ২৯ রান করে দলীয় ১৬৫ রানে সাজঘরের পথ ধরেন। এরপর শেষ পর্যন্ত খুলনার ইনিংস থামে ১৭৮ রানে। তাতে ৮ রানের জয় পায় রংপুর।
এদিকে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানেই দুই উইকেট হারায় রংপুর। দলীয় ৭০ রানে আউট হন তাওফিক খান। তবে ইফতিখার আহমেদের ৩০ বলে ৩৬ এবং খুশদিলের ৩৫ বলে ৭০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রংপুর।