August 24, 2025
আঞ্চলিক

খুমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাসেল হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে খুমেক হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার জানান, গত ৯ সেপ্টেম্বর বিকেলে যশোর অভয়নগর এলাকার বাসিন্দা রাসেল হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ১৪৬ জন রোগী খুমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসাধীন। আর গত ২৪ ঘণ্টায় চারজনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন।

শেয়ার করুন: