খুবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে মাস্টারিং বিসিএস ১.০ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে মাস্টারিং বিসিএস ১.০ শীর্ষক এক সেমিনার গত ০৬ নভেম্বর (বুধবার) বিকেল ৫টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
রিসোর্স পারসন হিসেবে বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন দুই গ্রাজুয়েট মৎস্য অধিদপ্তর খুলনার কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কোয়ালিটি ম্যানেজার এবং সিনিয়র সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান এবং সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল।
ক্যারিয়ার ক্লাবের সহ-সভাপতি তামান্না রহমান তন্বির সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফ নেওয়াজ। এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।