November 23, 2024
আঞ্চলিকলেটেস্টশিক্ষা

খুবিসাস আয়োজিত সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) আয়োজিত ‘ওয়ার্কশপ অন ক্যাম্পাস জার্নালিজম অ্যান্ড কুইজ কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ ও খুবিসাস’র সদস্যরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রায় ৩ ঘণ্টাব্যাপী কর্মশালায় অতিথি এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ (ফিচার লিখন), একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম (রিপোর্টিং এর মৌলিক বিষয় ও নৈতিকতা), মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু (ব্রডকাস্ট জার্নালিজম) ও গণযোগাযোগ ও সাংবাদিক ডিসিপ্লিনের প্রভাষক মোঃ মাহদী-আল-মুহতাসিম নিবিড় (ক্যাম্পাস সাংবাদিকতা)। প্রশিক্ষকবৃন্দ স্ব-স্ব ক্ষেত্রে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো তুলে ধরেন।
এছাড়া পুরো সেশনজুড়ে প্রশিক্ষকদের আলোচনার উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুই ধাপে নয়জন শিক্ষার্থী বিজয়ী হন। তারা হলেন, অর্থনীতি ডিসিপ্লিনের অনিক সাহা, রিফাত হোসেন ও মোঃ সাকিব, গণযোগাযোগ ও সাংবাদিক ডিসিপ্লিনের জান্নাতুল নাইমা মুন, আইনুল ইসলাম ও তাদমিরা খাতুন, আইন ডিসিপ্লিনের ফারহানা লিয়া, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নিশাত তাসনিম ও নগর ও অঞ্চল পরিকল্পনা ডিসিপ্লিনের মাহবুব আলম জুবায়ের।
কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক মোঃ শরীফ হাসান লিমন। অতিথি হিসেবে ছিলেন প্রথম আলো’র খুলনা ব্যুরো প্রধান শেখ আল এহসান ও সমকালের বিশেষ প্রতিনিধি হাসান হিমালয়। খুবিসাসের সাধারণ সম্পাদক ও সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তেহসিন আশরাফ প্রত্যয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *