খুবির স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্কলারশিপসহ অ্যাওয়ার্ড প্রদানে এমওইউ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের কৃতি শিক্ষার্থীদের একাডেমিক ক্ষেত্রে স্কলারশিপ ও বেস্ট থিসিস অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ল্যাম্প লিমিটেড এর সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ এমওইউ স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হেড অব বিজনেস শোয়েব মো. আসাদুজ্জামান এমওইউতে স্ব স্ব পক্ষে স্বাক্ষর করেন। পরে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের একাডেমিক ক্ষেত্রে স্কলারশিপ, বেস্ট থিসিস অ্যাওয়ার্ড প্রদান, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় ছাড়াও বাংলাদেশ ল্যাম্প লিমিটেড লাইটিং ডিজাইনের ব্যাপারে সহায়তা করবে। এমওইউ স্বাক্ষরকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়