May 28, 2025
আঞ্চলিকলেটেস্টশিক্ষাশীর্ষ সংবাদ

খুবিতে দ্বিতীয়বার ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রফেসর হায়দার আলী বিশ্বাস

মনোনীত হয়েছেন আরও তিনজন

দ. প্রতিবেদক
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক। বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার আয়োজিত অনুষ্ঠানে মনোনীত শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
অ্যাওয়ার্ডের জন্য মনোনীতরা হলেন- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল থেকে গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের প্রভাষক ইমতিয়াজ মাশরুর, জীববিজ্ঞান স্কুল থেকে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. অলোকেশ কুমার ঘোষ এবং সামাজিক বিজ্ঞান স্কুল থেকে অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। এদের মধ্যে প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস দ্বিতীয়বারের মতো এ অ্যাওয়ার্ড পাচ্ছেন। এর আগে তিনি ২০২০ সালে ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ডে ভূষিত হন।
প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস: তিনি ২০১৫-২০১৮ সাল পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্তো থেকে উচ্চশিক্ষা লাভ করেন। তাঁর ২৫ বছরের বেশি সময় ধরে শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। তিনি ৬টি বই, ১২টি অধ্যায় এবং ২৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। এছাড়াও তিনি ১৫০ জনের বেশি শিক্ষার্থীকে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে তত্ত্বাবধান করেছেন। তাঁর গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অপ্টিমাল কন্ট্রোল, গাণিতিক মডেলিং, পরিবেশ ও জীববিজ্ঞান বিষয়ক মডেল, সংক্রামক রোগের এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই ব্যবস্থাপনা। তিনি বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেটিক্যাল বায়োলজির প্রতিষ্ঠাতা সভাপতি (২০২২-২০২৫) এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সদস্য।
তিনি শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের “ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২০” এবং ওঊঙগ সোসাইটি ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে ‘আউটস্ট্যান্ডিং রিসার্চার অ্যাওয়ার্ড ২০২২’ এবং ‘ডুমুরিয়া-ফুলতলা উপজেলা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি, খুলনা, বাংলাদেশ’-এর পক্ষ থেকে “স্পেশাল কমেমোরেশন অ্যাওয়ার্ড ২০২৩” লাভ করেন।
প্রসঙ্গত, শিক্ষকদের থিসিস তত্ত্বাবধান, গবেষণা নিবন্ধ প্রকাশ, সম্মেলনে গবেষণা উপস্থাপন, গবেষণা অনুদানের আবেদন, পাঠ্যক্রম তৈরি ও হালনাগাদ, এবং ইন্টার্নশিপ বা প্রজেক্ট তত্ত্বাবধানের মতো বিষয়গুলোর ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়। প্রতিটি স্কুল থেকে প্রতি বছর একজন শিক্ষককে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়। একজন শিক্ষক একবার অ্যাওয়ার্ড পেলে পরবর্তী তিন বছরের জন্য মনোনীত হতে পারবেন না, তবে তিন বছর পর পুনরায় আবেদনের যোগ্য হন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: