খালেদা জিয়ার লিভারের সমস্যা বেড়েছে, আছে জ্বরও
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারের সমস্যা বেড়েছে। তিনি জ্বরেও ভুগছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখে এসেছেন। এ সময় তিনি বিএনপিপ্রধানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘ম্যাডামের কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। সেগুলোর পরীক্ষা–নিরীক্ষা চলছে। ওনার আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার রাত আটটার দিকে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হয়। সেখানে মির্জা ফখরুলও উপস্থিত ছিলেন। মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বৈঠকে চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করেন।
মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, গত দুই দিনে খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। লিভারের সমস্যা, মূত্রে সংক্রমণ ও জ্বর আছে। শুক্রবারের সভায় তাঁর আলট্রাসনোগ্রাম ও রক্ত পরীক্ষার রিপোর্টের ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয়।
৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান খালেদা জিয়া। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা এবং হৃদ্রোগে ভুগছেন।
২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎকেরা জানান, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তাঁর পরিপাকতন্ত্রে তিনবার রক্তক্ষরণ হয়েছে।