May 12, 2025
খেলাধুলা

ক্লাসিকো জয়ের পরদিনই বার্সেলোনার জন্য বড় সুখবর

দুর্দশায় ভোগা বার্সেলোনাকে যেন এক নিমিষেই বদলে দিলেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। এসেছিলেন দুই বছরের চুক্তিতে। তবে সেটাই যেন বার্সেলোনার জন্য দারুণ এক মৌসুমের শুরু করে দিলো। স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছেন। এরপরই কোপা দেল রে’র শিরোপা ঘরে তুলেছে তারা। ২০১৯ সালের পর প্রথমবার বার্সেলোনা গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। 

ইউরোপিয়ান পর্যায়ে শেষ চার থেকে বিদায় নিলেও লা লিগার শিরোপাটা প্রায় নিশ্চিত করেই ফেলেছে তারা। গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে উত্তাপে ঠাসা এক ম্যাচে হারিয়েছে ৪-৩ গোলে। সেটাই তাদের লা লিগায় এগিয়ে নিয়ে গেছে ৭ পয়েন্টের ব্যবধানে। নিজেদের পরের ম্যাচ জিতলেই লিগ শিরোপা পেয়ে যাবে তারা।

এমন সময়েই বড় এক সুখবর পেলো বার্সেলোনা। আরও এক বছরের জন্য বার্সেলোনার সঙ্গে থাকতে সায় দিয়েছেন ক্লাবের কোচ হ্যান্সি ফ্লিক। তার চুক্তি নবায়নের বিষয়ে ক্লাসিকো শেষেই আলাপে বসেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এবং ফ্লিকের এজেন্ট পিনি জাহাভি।

বার্সেলোনা শহরের এক রেস্টুরেন্টেই দুই পক্ষ আরও এক বছরের জন্য চুক্তি নবায়নে সম্মত হয়। ২০২৬ সালের জুন পর্যন্ত ফ্লিকের সঙ্গে আগের চুক্তি ছিল, নতুন চুক্তি অনুযায়ী তিনি এখন ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবে থাকবেন। এই চুক্তিতে কোনো অতিরিক্ত এক্সটেনশন ক্লজ রাখা হয়নি।

৬০ বছর বয়সী জার্মান কোচ ফ্লিক এর আগে বেশ কয়েকবারই বলেছিলেন, তিনি স্বল্পমেয়াদি চুক্তিকে প্রাধান্য দিচ্ছেন। ভবিষ্যতে নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুবিধার্তে স্বল্পমেয়াদী চুক্তিতে আগ্রহের কথা জানান ফ্লিক। এই মেয়াদ শেষ হলেই কেবল নতুন করে বার্সেলোনায় থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি।

চুক্তি নবায়নের সবকিছুই চূড়ান্ত হলেও এখন পর্যন্ত ক্লাব বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। বার্সেলোনা চায় লা লিগার শিরোপা নিশ্চিত হওয়ার পর একটি উপযুক্ত সময়ে ফ্লিকের নতুন চুক্তির ঘোষণা দিতে।

শেয়ার করুন: