ক্রিকেটারদের অভিযোগে আইপিএলের ধারাভাষ্যে নেই ইরফান
আইপিএলের অষ্টাদশ আসরের খেলা মাঠে গড়িয়েছে আজ থেকে। কলকাতা নাঈ রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে খেলা। এর আগে হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এদিকে এবারের আসরে ধারাভাষ্যে কারা থাকবেন সে তালিকা শুক্রববারই প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।
ধারাভাষ্য প্যানেলে আছেন ভারতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাবেক ৫০ এর বেশি ক্রিকেটার। তবে তালিকায় ইরফান পাঠানের নাম না দেখে অবাক হন অনেকেই। অতীতে তাঁকে নিয়মিতই ধারাভাষ্যে দেখা যেত।
ধারাভাষ্য প্যানেলে ইরফানের নাম না দেখার পরই ভারতের একটি সংবাদমাধ্য জানিয়েছে, ক্রিকেটারদের অভিযপোগের কারণেই সাবেক এই পেসারকে এবার ধারাভাষ্যে রাখা হয়নি। ভারতের ক্রীড়া সংবাদমাধ্যম ‘মাই খেল’ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় কিছু ক্রিকেটার তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
সবশেষ অস্ট্রেলিয়া সফরের সময় ইরফান এক ক্রিকেটারকে নিয়ে সমালোচনা করেছেন, সেই ক্রিকেটার তা ভালোভাবে নেননি। এক ক্রিকেটার জানিয়েছেন, ব্যক্তিগত রোষ থেকে তাঁকে নিয়ে সমালোচনামূলক ধারাভাষ্য দিয়েছেন ইরফান। এমনকি আরেক ক্রিকেটার পাঠানের ফোন নম্বর ব্লকও করে রেখেছেন।
একটি সূত্রের বরাত দিয়ে মাইখেলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এসব না হলে তার নাম (ধারাভাষ্য প্যানেলে) থাকত। গত দুই বছর ধরেই সে এটা করছে, নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা কায়েম করছে, যেটা ভালোভাবে নেওয়া হয়নি।’
তবে ক্রিকেটারদের অভিযোগের কারণে ধারাভাষ্য থেকে বাদ পড়া একমাত্র ব্যক্তি নন ইরফান। এর আগে সঞ্জয় মাঞ্জরেকার ও জনপ্রিয় ধারাভাশযকাড় হার্ষা ভোগলেও বাদ পড়েছিলেন। ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতেই তাদের বাদ দেওয়া হয়েছিল।