November 23, 2024
খেলাধুলা

ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত বাংলাদেশের, হাসানের রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে গতকাল বাংলাদেশ সময় রাত আটটায়। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগারদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুতেই দুই উইকেট নিয়ে সফরকারীদের সূচনাটাও হয়েছিল দুর্দান্ত। 

তবে শুরুর ধাক্কা সামলে ক্যারিবীয়রা ঘুরে দাঁড়িয়েছে বেশ ভালোভাবে। আরও ৩ উইকেট হারালেও দিনশেষে স্বাগতিকদের স্কোরবোর্ডে ওঠেছে ২৫০ রান। আজ দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হেনেছে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার জশুয়া ডি সিলভার সঙ্গে আলজারি জোসেফকে সাজঘরে পাঠিয়েছেন হাসান মাহমুদ। আর তাতেই রেকর্ড পাতায় নাম লেখান হাসান।

জাস্টিন গ্রেভস ১১ ও জশুয়া ১৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। এ দিন প্রথম ওভারেই কোনো রান যোগ করার আগেই হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান জশুয়া। তার বিদায়ের পর ক্রিজে আসেন আলজারি জোসেফ। তবে সুবিধা করতে পারেননি তিনি। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন হাসান।

দলীয় ২৬১ রানে ৩ বলে ৪ রান করে আউট হন জোসেফ। আর ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাতে হেনে নতুন  মাইলফলক স্পর্শ করলেন হাসান। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারি এখন হাসান। নিজের পরের ওভারে এসে সেটাকেও ছাড়িয়ে গেছেন ডানহাতি এই পেসার।

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় এমন রেকর্ড গড়েন হাসান। টেস্টে ২০২৪ সালে হাসান মাহমুদ এখন পর্যন্ত ৮ ম্যাচে নিয়েছেন মোট ২৫ উইকেট। নির্দিষ্ট এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ পেসারদের মধ্যে এটাই সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড। হাসান ভেঙেছেন ২০০৮ সালের শাহাদাৎ হোসেন রাজিবের রেকর্ড। ১৬ বছর আগে শাহাদাৎ হোসেন ৯ টেস্টে নিয়েছিলেন ২৩ উইকেট।

শেয়ার করুন: