September 19, 2024
আঞ্চলিকলেটেস্ট

কেডিএ’র অভিযানে দু’টি আবাসন প্রকল্পকে ৩ লাখ টাকা জরিমানা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) অভিযানে অনুমোদনহীন ২টি আবাসন প্রকল্প প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার খুলনা সিটি বাইপাস সংলগ্ন জব্বার সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন।
অভিযানে খুলনার জব্বার সড়কে অবস্থিত একটি আবাসন প্রকল্পকে এক লাখ টাকা ও জামান পার্ক সিটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

কেডিএ সূত্রে জানা যায়, কেডিএ’র আওতাধীন এলাকায় অনুমোদন বিহীন বেসরকারি আবাসন প্রকল্পের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রমের অব্যাহত রয়েছে। গতকাল বুধবার ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০’ অনুসারে অভিযান পরিচালনা করা হয়। অনুমোদন না নিয়ে সাইনবোর্ড স্থাপন ও আবাসিক প্রকল্প বাস্তবায়নের অভিযোগে খুলনা সিটি বাইপাস সংলগ্ন জব্বার সড়কে অবস্থিত দু’টি আবাসন প্রকল্পের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কেডিএ’র পরিকল্পনা শাখার তত্ত¡াবধানে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় তাদেরকে জরিমানা করা হয়। অভিযানকালে রাস্তা অপসারণ করা হয়।

শেয়ার করুন: