November 24, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

কেএমপি পুলিশ লাইনে অত্যাধুনিক জিমনেশিয়ামের উদ্বোধন

দ. প্রতিবেদক
কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম বুধবার বিকেল সাড়ে ৪টায় বয়রাস্থ পুলিশ লাইন্সে স্থাপিত অত্যাধুনিক জিমনেশিয়ামের (শরীর চর্চা কেন্দ্র) উদ্বোধন করেন।
এসময় পুলিশ কমিশনার বলেন, এখন থেকে পুলিশ সদস্যরা নিজেদের শরীর ফিট রাখার জন্য জিমনেশিয়ামে শরীর চর্চা করার মাধ্যমে হেলদি লাইফ স্টাইল গড়ে তুলতে পারবে। জিম করলে মানুষ আত্মবিশ্বাসী হয়, কর্মস্পৃহা বাড়ে, শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থেরও উন্নয়ন ঘটে। এই জিমনেশিয়ামে কেএমপি’ নারী ও পুরুষ পুলিশ সদস্য উভয়ই ভিন্ন সময়ে শরীর চর্চা করতে পারবেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা এবং ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী উপস্থিত ছিলেন।

‌দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: