April 21, 2025
আঞ্চলিক

কেএমপি’র অভিযান : ৩৮ লিটার দেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

খুলনা মহানগর পুলিশ (কেএমপি)’র খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। আটক মানিক হোসেন খুলনা থানাধীন ৫নং মাছঘাট বি-বøক গ্রীণল্যান্ড আবাসন এলাকার বাসিন্দা এবং বাগেরহাট সদর থানাধীন ষাট গম্ভুজ মসজিদের পাশের মৃত: আঃ গফুরের ছেলে।

জানা গেছে, শনিবার, ৩০ সেপ্টেম্বর সকাল ১০.৩৫ ঘটিকার সময় খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন ওয়েষ্ট মেকট রোডস্থ ফল ঘরের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি’কে ৩৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে খুলনা থানার মামলা নং-৪৫, তারিখ-৩০/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) রুজু করা হয়েছে।

শেয়ার করুন: