January 31, 2026
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

কেএমপি’র অভিযানে ইয়াবা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ নুরুল ইসলাম ২) মোঃ সাজু ৩) মোঃ বাপ্পী হোসেন মামুন, খুলনা মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন: