June 30, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

কেইউজে’র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে সম্রাট-মহেন-জাহিদ পরিষদের জয়

খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৪-২৫ এ সম্রাট-মহেন-জাহিদ পরিষদ বিজয়ী। শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। ১২৬ জন ভোটারের মধ্য ৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. সাঈদুজ্জামান সম্রাট ৫৯ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম কাজল পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মহেন্দ্র নাথ সেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমল সাহা পেয়েছেন ৩ ভোট। সহ-সভাপতি দুটি পদে কাজী শামীম আহমেদ ৫১ ভোট ও মোঃ আমিরুল ইসলাম ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম নুর হাসান জনি ৩ ভোট, শামীম আশরাফ শেলী শূন্য ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম ফরিদ রানা ৩ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলীপ বর্মন পেয়েছেন ২ ভোট। দপ্তর সম্পাদক পদে সাগর সরকার ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল মাহামুদ প্রিন্স পেয়েছেন ৩ ভোট। প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হেলাল মোল্লা পেয়েছেন ৫ ভোট। নির্বাহী সদস্য ৩টি পদে নেয়ামুল হাসান কচি ৫৮ ভোট, শেখ লিয়াকত হোসেন ৫২ ভোট, উত্তম কুমার সরকার ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হুমায়ুন কবীর ১ ভোট, আলমগীর হান্নান ৪, এস এম কামাল হোসেন ১, মোঃ হাসানুর রহমান তানজির পেয়েছেন শূন্য ভোট। এবারের নির্বাচনে ১১টি পদে দুইটি প্যানেলে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা ও কেইউজে’র সদস্য হাসান আল মামুন।
ভোট গ্রহণকালীন নির্বাচন পরিদর্শনে আসেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড সুজিত অধিকারী, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোঃ আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
এ সময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে উল্লেখ করে বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হোক। নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক।
এ সময় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পন্নের লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠুভাবে সদস্যরা তাদের ভোট প্রদান করছেন। নির্বাচন চলাকালে শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, যশোর সাংবাদিক ইউনিয়ন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ পর্যবেক্ষন করছেন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোট দিতে আসা সাধারণ সদস্য তপু বিশ্বাস জানান, একটি গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমরা যোগ্য নেতা নির্বাচনে এসেছি।
অপর সদস্য বাবুল আকতার জানান, সুন্দরভাবে ভোট প্রদান করেছি। কোন সমস্যা হয়নি। আশাকরি নির্বাচিত নতুন নেতৃত্ব বিগত দিনের সকল অনিয়মের গঠনতান্ত্রিক বিচার করবে।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্রম অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, যশোর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মনোতস বসু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এর সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, বরিশাল সভাপতি মনিরুল আলম স্বপন, যশোর সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য শেখ হাসান বেলাল।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: