কৃষকদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার : হাবিবুন নাহার
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, বর্তমান সরকারের আমলে কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষকদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার। এজন্যই কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আগামীতেও কৃষকদের উন্নয়নে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি কৃষকদের হাতে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এদিন, ২৩০ জন কৃষককে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখি, খেসারি, ধান বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়।
এসময়, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।