November 22, 2024
আঞ্চলিক

কুয়েটের হলে হলে প্রশাসনের অভিযান

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসনের উদ্যোগে আবাসিক হলে হলে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) এ অভিযানের সময় সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আবাসিক হলগুলো বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টায় খুলবে। এ জন্য একদিন আগেই হলে হলে প্রশাসনের অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ। তিনি বলেন, ‘হল খোলার পর ক্লাস শুরু হবে ২৫ আগস্ট।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় গত ১১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৩তম (জরুরি) সভার সিদ্ধান্ত, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ আগস্টের নির্দেশনা এবং ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় হল খোলার এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট বিভাগ জানাবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। আবাসিক হলে শিক্ষার্থীদের কক্ষ বণ্টনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নিয়মাবলি কঠোরভাবে অনুসরণ করে ব্যবস্থা নেওয়ার জন্য হল প্রভোস্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন: