April 11, 2025
আঞ্চলিকলেটেস্ট

কিস্তির টাকা চাওয়ায় হত্যার পর এনজিও কর্মীকে মাটিচাপা

লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর গ্রামের বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে ঋণের কিস্তির টাকা চাইতে গিয়ে নিখোঁজ হওয়া এনর্জিও কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। 

নিহত মো. ইউনুছ আলীর (৫০) লক্ষ্মীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামের বাসিন্দা।

আটক জাবেদ একই ওয়ার্ডের কালু হাজি সড়কের মিঝি বাড়ির সফিকুর রহমানের ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ও চা দোকানি।

ইউনুছের স্ত্রী সুলতানা জামান বলেন, ২৪ আগস্ট বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে তার স্বামী মোটরসাইকেলে করে কিস্তির টাকা তুলতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) হাসান মোস্তফা বলেন, মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল থেকে ইউনুছ আলী নিখোঁজ ছিলেন। পরদিন তার স্ত্রী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই সূত্র ধরে আমরা তাকে অনুসন্ধান শুরু করি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি ওই রাতে নিহত ইউনুছ কালু হাজী সড়কের বাসিন্দা জাবেদের কাছে যান। এরপর থেকেই তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। আমরা জাবেদকে জিজ্ঞাসাবাদ করি। তখন জাবেদ তাকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখার বিষয়টি স্বীকার করেন।

লক্ষিপুর সংবাদদাতা

শেয়ার করুন: