কিউইদের বিপক্ষে সিরিজে মুস্তাফিজের বদলে ডাক পেলেন খালেদ
নিউজিল্যান্ড ‘এ’ দল বর্তমানে অবস্থা করছে বাংলাদেশে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা। এ সিরজের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানও। তবে এ সিরিজে খেলা হচ্ছে না তার।
ঘরের মাঠের এ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা হয় গেল সপ্তাহে। ঘোষিত দলের বেশিরভাগই জাতীয় দলের ক্রিকেটার। মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাঈম শেখদের সঙ্গে ছিলেন মুস্তাফিজও। তবে শেষ মুহূর্তে মুস্তাফিজকে সরিয়ে নেওয়া হয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিকের ম্যাচগুলো না খেলায় মুস্তাফিজকে স্কোয়াডে রাখা হয়েছিল। তবে ডিপিএলের শেষদিকে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। ফলে মুস্তাফিজের ম্যাচ অনুশীলনও হয়েছে। এছাড়া চলতি মাসেই বাংলাদেশ জাতীয় দলের দুইটি টি-টোয়েন্টি সিরিজ।
এ কারণে জাতীয় দলের এই পেসারকে পুরোপুরি ফিট হিসেবে পাওয়ার জন্যই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। তার বদলে দলে ডাকা হয়েছে খালেদ আহমেদকে।
কিউইদের বিপক্ষে আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল খেলবে একই ভেন্যুতে।
বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।