February 3, 2025
লেটেস্টশীর্ষ সংবাদ

কালিকিঙ্কর সাহার রোগমুক্তি কামনা

সরকারী আযম খান কমার্স কলেজের প্রাক্তন শিক্ষক, এই শহরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রী কালিকিঙ্কর সাহা অসুস্থ। তিনি নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছেন। সম্প্রতি ঘুমের ঘরে বিছানা থেকে পড়ে গেলে তিনি স্বাভাবিকের চেয়ে বেশী অসুস্থ হয়ে পড়েন। রাতেই স্বজনেরা তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক বলছেন, এখন কিছুটা সুস্থ, তবে চিন্তার বিষয় হলো তার ব্লাড প্রেসার ফ্লাকচুয়েট করছে। সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বর্তমানে খুলনাস্থ আলতাপোল লেনের নিজস্ব বাসভবনে অবস্থান করছেন।

উল্লেখ্য, কালিকিঙ্কর সাহা বিভিন্ন সরকারী কলেজের দীর্ঘ চাকুরী জীবনে আযম খান কমার্স কলেজ, বিএল কলেজ, বিএম কলেজ, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সুন্দরবন আদর্শ কলেজ খুলনাতে শিক্ষকতা করেছেন। অবসর গ্রহণের প্রক্কালে তিনি সুন্দরবন কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন।

অশিতিপর এই শিক্ষক, তার ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীসহ সকলের কাছে রোগমুক্তির জন্য দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেছেন।

শেয়ার করুন: