কাচিন রাজ্য ছেড়ে পালিয়েছে মিয়ানমার জান্তা কমান্ডার
একের পর এক অঞ্চল জান্তাদের দখলমুক্ত করছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। এবার আরও এক রাজ্য হাতছাড়া হয়ে মিয়ানমার জান্তা সরকারের। জানা গেছে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিন রাজ্যের মানসি শহর থেকে পালিয়েছে জান্তা ব্যাটালিয়নের এক কমান্ডার।
জান্তার ৩১৯ ও ৬০১ পদাতিক ব্যাটালিয়ন এবং ৫২৩ আর্টিলারি ব্যাটালিয়ন বর্তমানে শহরে অবস্থান করছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) বরাতে দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে।
কেআইএ’র মুখপাত্র কর্নেল নাও বু জানিয়েছে, ‘৩১৯ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের কমান্ডার পালিয়ে গেছেন বলে জানা গেছে। আমরা এখনও শহরে লড়াই করছি।’
মানসি রক্ষার জন্য জান্তা অনবরত বিমান ও ড্রোন হামলা এবং গোলাবর্ষণ করে যাচ্ছে বলে জানান তিনি। মানসি থেকে আর্টিলারি গান জান্তার পাওয়ার হাব ভামোতে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে৷
এর আগে গত ৪ ডিসেম্বর কেআইএ ও তার মিত্ররা মানসী ও ভামোতে একযোগে হামলা চালিয়ে বেসামরিক লোকজনকে বাস্তুচ্যুত করে। জান্তার গোলাবর্ষণে ভামোতে আটকে পড়া বেসামরিক লোকজন নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কেআইএ ও তার মিত্রদের ভামো টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে দেখা গেছে, যা আগে জান্তা সেনাদের দখলে ছিল এবং ভামোর আশেপাশের অন্যান্য ফাঁড়ি রয়েছে।