‘কমরেড হাফিজুর রহমান ভূইয়া কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি’
খবর বিজ্ঞপ্তি
মার্কসবাদী বর্ষীয়ান রাজনীতিক কিংবদন্তী শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূইয়া ছিলেন শ্রমিক অন্তঃপ্রাণ নেতা। তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। সারা দেশের পাটকল শ্রমিকদের অধিকার আদায়ে অবিচল থেকে লড়াই করেছেন। তাঁর আদর্শ বাস্তবায়ন শ্রমিকশ্রেণিকে মুক্তির পথ দেখাতে পারে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি শ্রমিকনেতা প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভূইয়া’র স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় নানা কর্মসূচি পালিত হয়।
বিকেলে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে খুলনা জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান। নগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহÑএমপি।
স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, যুব মৈত্রীর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি যুবনেতা তৌহিদুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন সাম্যবাদী দল-এমএল কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এফ এম ইকবাল, বিএফইউজে’র নির্বাহী পরিষদ সদস্য কৌশিক দে বাপী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ প্রসাদ রায়, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি শ্রমিকনেতা মনির আহমেদ, ওয়ার্কার্স পার্টি ফুলতলা উপজেলা সভাপতি কমরেড সন্দীপন রায়, ডুমুরিয়া উপজেলা সম্পাদক কমরেড শেখ সেলিম আক্তার স্বপন, খালিশপুর থানা সভাপতি শ্রমিকনেতা মোঃ খলিলুর রহমান, দৌলতপুর থানা সম্পাদক কমরেড অজয় দে, খানজাহান আলী থানা সম্পাদক আব্দুস সাত্তার মোল্লা, হাফিজুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি মোঃ আমিরুল সরদার, বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক রেজোয়ান রাজা, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সভাপতি বিকাশ চন্দ্র মণ্ডল প্রমুখ।
স্মরণসভার শুরুতে জাতীয় ও আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনার পর প্রয়াত কমরেড হাফিজুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এর আগে সকালে প্রয়াত কমরেড হাফিজুর রহমানের ফুলতলা উপজেলা সরকারি কবরস্থানে তাঁর সমাধিতে পার্টির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বেলা ১১টায় কমরেড হাফিজুর রহমান ভূইয়া স্মৃতি সংসদের উদ্যোগে খানজাহান আলী থানায় সংগঠনের কার্যালয় চত্বরে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়