November 21, 2024
খেলাধুলা

কন্ডিশন-প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, নিজেদের নিয়েই ভাবছি: শান্ত

ভারত কঠিন প্রতিপক্ষ। তার ওপর তাদেরই মাঠে খেলা। সিরিজটা কঠিন হবে মানছেন নাজমুল হোসেন শান্ত। তবে বাংলাদেশ অধিনায়ক হারার আগেই হেরে যেতে রাজি নন। কন্ডিশন কিংবা প্রতিপক্ষ নিয়ে নয়, নিজেদের খেলা নিয়েই সব ভাবনা তার।

আগামীকাল (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসী দেখালো শান্তকে। হবেই বা না কেন? সদ্যই যে তার নেতৃত্বে পাকিস্তান থেকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছে টাইগাররা।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।’

ভারত টেস্ট র্যাংকিংয়ের দুই নম্বর দল। ঘরের মাঠে তারা আরও শক্তিশালী। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াইটাও কঠিন হবে হবে সেটা স্বীকার করে শান্ত বলেন, ‘অবশ্যই। সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা।’

প্রতিপক্ষ কঠিন বলে জয়ের লক্ষ্য থেকে বিচ্যুত হতে রাজি নন শান্ত। তার কথা, ‘পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচটা জিতব, সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।’

বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, ‘আমরা কন্ডিশন এবং প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা শুধু নিজেদের নিয়েই ভাবছি। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে ম্যাচটা ভালো হবে।’

শেয়ার করুন: