কড়াইল বস্তির হৃদয়বিদারক চিত্র/ জগের সামান্য পানি দিয়ে নিজের শেষ সম্বল বাঁচানোর চেষ্টা যুবকের
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। তবে, ঘটনাস্থলে পানির সংকট রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে করে আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে দেখা যায় এক যুবককে টিনের চালে উঠে প্লাস্টিকের জগ দিয়ে আগুনে পানি ছিটিয়ে দিতে, যাতে করে আগুন আর সামনের দিকে না এগোয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সরেজমিনে দেখা যায়, এক যুবক কড়াইল বস্তির একটি টিনের চালে বেয়ে বেয়ে উঠছেন। সঙ্গে করে তিনি প্লাস্টিকের একটি বালতি করে পানি নিয়ে যান, সঙ্গে নেন একটি জগ। তারপর তিনি আগুনের কাছে গিয়ে টিনের চালে ও আগুনে প্লাস্টিকের জগ দিয়ে পানি ছিটাতে থাকেন।
ফায়ার সার্ভিস পানি সংকটের কারণে পানি ঠিকমতো দিতে না পারায় তিনি নিজ প্রচেষ্টায় পানি দিচ্ছেন, যাতে আগুন আরও ছড়িয়ে না যেতে পারে। যদিও ভয়াবহ এই আগুনে তার দেওয়া এই সামান্য পানিতে কিছুই হবে না, তবুও কড়াইল বস্তির বাসিন্দারা আগুন থেকে নিজেদের ঘর ও মালামাল রক্ষা করতে কাজ করে যাচ্ছেন।
এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, পানি সংকটের কারণে আমরা ইউনিট বাড়িয়েছি।
বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর দাউ দাউ করে তা টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন যে যেভাবে পারছেন, ঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির বাসিন্দাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে। তারা স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

