August 30, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

কঠিন হচ্ছে আবেদন প্রক্রিয়া, সহজে হবে এনআইডি সংশোধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন প্রক্রিয়া কঠিন হলেও সংশোধন হবে সহজেই এমন একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা বলেন, বর্তমানে কোনো কাগজপত্র ছাড়াই সংশোধনের আবেদন করা যায়। এক্ষেত্রে দিনের পর দিন এই আবেদনগুলো ঝুলে থাকে। আবার সংশোধনের স্বপক্ষে পর্যাপ্ত কাগজপত্র না দিয়েও আবেদন করে অনেকে। কাগজপত্রের জন্য ফোন করেও তাদের পাওয়া যায় না। এমন নানা সমস্যা থেকে বেরিয়ে আসতে এনআইডি সংশোধনের জন্য বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন ও এমন একটি সিস্টেম তৈরির পরিকল্পনা করা হচ্ছে; যেখানে একজন নাগরিক যে রকম সংশোধন চাইবেন এসওপি অনুযায়ী এর বিপরীতে প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগবে তা আবেদনের সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে চাইবে। যতক্ষণ পর্যন্ত সকল কাগজপত্র আপলোড করা হবে, ততক্ষণ সিস্টেমে আবেদন সম্পূর্ণ করতে পারবে না। এর ফলে আবেদন করার প্রক্রিয়া কঠিন হলেও সংশোধনটা দ্রুত হয়ে যাবে। আর যাচাই-বাছাই করে যদি কাগজপত্র জাল বা নকল পাই তাহলে সঙ্গে সঙ্গে আবেদনটি বাতিল করা হবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, এনআইডি সংশোধন আবেদন করতে হলে আগামীতে চাহিত সংশোধনের বিপরীতে যেসব কাগজ লাগবে সিস্টেম অটোমেটিকভাবে সেসব চাইবে। যতক্ষণ কাগজপত্র আপলোড করা হবে না, ততক্ষণ পর্যন্ত আবেদন সাবমিট হবে না। তিনি আরও বলেন, আমরা একটা নতুন সিস্টেম দাঁড় করাচ্ছি। যেখানে কোনো নাগরিক সংশোধনের আবেদন করতে হলে প্রয়োজনীয় সকল কাগজ সিস্টেম ধাপে ধাপে চাইবে ওই সংশোধনের বিপরীতে। এতে করে যতক্ষণ না সিস্টেমে কাগজপত্র আপলোড করা হবে ততক্ষণ সিস্টেম আবেদন গ্রহণ করবে না। এতে আবেদন প্রক্রিয়া কঠিন হলেও সংশোধন হবে দ্রুত এবং সময় বাঁচবে নাগরিকদের। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, বর্তমান সিস্টেমে অনেক নাগরিক পর্যাপ্ত কাগজপত্র ছাড়াই আবেদন করে। আমরা এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র চাইলেও অনেক সময় তাতে সাড়া পাই না। এতে আবেদনগুলো নিষ্পত্তি করা যায় না বা ঝুলে যায়। আর নতুন এই সিস্টেম চালু হলে আবেদনের আগেই সকল কাগজপত্র তৈরি করে নাগরিকদের আবেদন করতে হবে। এতে সংশোধন সহজে এবং দ্রুত হবে। এক নাম্বার দিয়ে ৪টির বেশি আবেদন নয় নাগরিকদের নিবন্ধিত নিজ মোবাইল নাম্বার ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে না। এক্ষেত্রে একটি নিবন্ধিত নাম্বারের বিপরীতে ৪টি আবেদন করতে পারবেন নাগরিকরা। এ বিষয়ে এনআইডি মহাপরিচালক বলেন, বর্তমানে যে কারো ফোন নম্বর ব্যবহার করে আবেদন করা যায়। কিন্তু নতুন সিস্টেমে যিনি এনআইডি সংশোধনের আবেদন করবেন, তার নামে ফোন নাম্বারটি নিবন্ধিত হতে হবে। এক্ষেত্রে আমরা সিম কোম্পানিগুলোর কাছে থেকে যাচাই করে নেব। আর ওই নিবন্ধিত সিমের বিপরীতে ৪টির বেশি কেউ আবেদন করতে পারবে না। কেন্দ্রীয়ভাবে বয়স সংশোধনের পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র সংশোধন ক্ষেত্রে বয়স ছাড়া যাবতীয় সংশোধন মাঠ পর্যায়ে আর বয়স সংশোধন করা হবে শুধু কেন্দ্র থেকে এমন উদ্যোগ নেওয়ার চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তা জানান, ইসির সিনিয়র সচিব বয়স সংশোধনের সকল কার্যক্রম ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে নিষ্পত্তি করার প্রস্তাব দিয়েছে। যা নিয়ে পক্ষে ও বিপক্ষে দুই ধরনেরই মতামত রয়েছে। আগামী সোমবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বৈঠকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা যায়, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে। সবশেষ সম্পূরক খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন এবং নারী ভোটার ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন। সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩০ নভেম্বর আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে সংস্থাটি।
শেয়ার করুন: