November 21, 2024
খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। ১১ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে আফগানিস্তান থেকে উড়াল দেবে টাইগাররা। সেই সিরিজকে সামনে রেখে টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে ওয়ানডে ফরম্যাটের মত টেস্টেও শান্তর ডেপুটি মেহেদী হাসান মিরাজ। এই টেস্ট দুইটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ।

অ্যান্টিগা ও জ্যামাইকাতে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজের আগে অ্যান্টিগাতে ৪ দিনের এক প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল- 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটকিপার), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

শেয়ার করুন: