ওয়ানডেতে বাংলাদেশই ফেভারিট, দাবি জ্যোতির
ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলার মেয়েরা। আর তাই ওয়ানডেতে নিজেদের ফেভারিট দাবি করলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
শনিবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই বাংলাদেশকে ফেভারিট মনে করি। কারণ শেষ ম্যাচটায় আমাদের জয় আছে। এটা সংস্করণ বদল হোক বা যাই হোক, আমি আমাদেরই এগিয়ে রাখব।’
জ্যোতি আরও বলেন, ‘আমার কাছে মনে হয় ভারতের চেয়ে আমরা ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দেখেন, আমার কাছে মনে হয় আমাদের ব্যাটাররা উইকেটকে ভালো পড়তে পেরেছে। এবং সে অনুযায়ী শট খেলেছে। এই ধরনের উইকেটে একটু সময় নিয়ে খেলতে হবে।’
তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে সময় ওভাবে পাবো না। কিন্তু ওয়ানডেতে সময় ও সুযোগ থাকবে। আমরা এভাবেই কথা বলছি ব্যাটাররা যত সময় থাকতে পারে। ওখানে থাকতে হবে এবং অবশ্যই ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।’