July 1, 2025
খেলাধুলা

এ বছরই হচ্ছে বিপিএল, জানা গেল সময়

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের কথা ছিল। সেটি নির্ধারিত সময়ই হচ্ছে। আজ বিসিবির বোর্ড মিটিং শেষে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু এ তথ্য জানিয়েছেন।

মূলত এবারের বিপিএল শুরু হবে ডিসেম্বর-জানুয়ারিতে। পাঁচ বছরের জন্য দেওয়া হবে দলের মালিকানা। নতুন করে বিপিএলের গভার্নিং কাউন্সিলে থাকবেন বাইরের সদস্যরাও।

বিপিএলের মাস ছয়েক বাকি থাকলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি কয়টি ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নেবে। এমনকি কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে তাও নিশ্চিত নয়।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন নতুন ও পুরোনো ফ্র্যাঞ্চাইজি যারাই আগামী আসরে অংশ নেবে তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করবে বিসিবি।

শেয়ার করুন: