November 23, 2025
খেলাধুলা

এশিয়া কাপ জিততে বাংলাদেশের প্রয়োজন ১২৬ রান

সেমি ফাইনালে সুপার ওভারে পরপর দুই বলে ভারতের দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন রিপন মণ্ডল। এবার ফাইনালেও আগুন ঝড়ালেন এই পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে নাগালেই রাখল বাংলাদেশ। রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করেছে পাকিস্তান ‘এ’ দল। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ইয়াসির খান। তিনে নামা মোহাম্মদ ফায়েকও ডাক খেয়ে ফিরেছেন। ২ বল খেলে মেহেরবের বলে বোল্ড হয়েছেন তিনি। এরপর গাজি ঘুরি, মায সাদাকাতরা উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। তাতে ৪৯ রানে ৪ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। মাঝের ওভারগুলোতে স্পিনাররা দারুণ বোলিং করেছেন। বিশেষ করে রাকিবুল ও রাব্বি। তাদের ঘূর্ণিতে খুব বেশি রান তুলতে পারেনি পাকিস্তান। শেষদিকে দারুণ বোলিং করেছেন রিপন। ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ফলে সবমিলিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের হয়ে ২৫ রানে ৩ উইকেট শিকার করেছেন রিপন। এ ছাড়া ১৬ রানে ২ উইকেট পেয়েছেন রাকিবুল। একটি করে উইকেট নিয়েছেন মেহেরাব, জিশান ও সাকলাইন।
শেয়ার করুন: