এরশাদ শিকদারের মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর শাহজাদপুরের বাসা থেকে এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সুবাস্তু টাওয়ারের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে জান্নাতুল নরিন এশা (২২) নামে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়।
গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, এশা খুলনায় ফাঁসির দণ্ড কার্যকর হওয়া এরশাদ শিকদারের মেয়ে। আপাতত মনে হচ্ছে এটা আত্মহত্যা। তারপরও পুলিশ তদন্ত করছে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এশা লেখাপড়া শেষ করেছেন বলে জানিয়েছেন তার মা সানজিদা নাহার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। বৃহস্পতিবার বিকালেও তার সঙ্গে ঝগড়া করে। রাতে নিজের রুমে ঘুমাতে যাওয়ার পর অনেক ডাকাডাকি করেও মেয়ের সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভাঙা হয়। ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায় এশাকে।
অচেতন অবস্থায় এশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। এশার মা সানজিদা নাহার এরশাদ শিকদারের প্রথম না কি দ্বিতীয় স্ত্রী তা নিশ্চিত নন বলে জানান ওসি।
খুলনার এরশাদ শিকদার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন। তিনি ও তার গড়ে তোলা বাহিনীর হাতে একাধিক হত্যার রোমহর্ষক ঘটনা দুই যুগ আগে বাংলাদেশে আলোড়ন তুলেছিল। মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০০৪ সালে ফাঁসিতে ঝোলানো হয় এরশাদ শিকদারকে। তার বিরুদ্ধে অর্ধশত হত্যার অভিযোগ ছিল।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়