August 21, 2025
আন্তর্জাতিক

এবার সানা বিমানবন্দরে ইসরায়েলের হামলা

ইসরায়েল ইয়েমেনের সানা বিমানবন্দর, এর কাছাকাছি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই হামলার খবর নিশ্চিত করেছে হুতি এবং ইসরায়েলি সংবাদমাধ্যম, যাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বিস্তারিত জানিয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় সানা বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিমানবন্দরটি কার্যক্রম পরিচালনায় অক্ষম হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সাংবাদিক হুসাইন আল বুখাইতি। পাশাপাশি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্রেও হামলা হয়েছে।

হুতিদের আল-মাসিরাহ টিভি এই হামলাকে ‘ইসরায়েলি আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে, ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হামলার একদিন আগে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ছোড়া হয়। এর প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দেন। তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসরায়েলের গাজায় হামলার পর থেকে হুতি যোদ্ধারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হুতিরা জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে এসব পদক্ষেপ নিয়েছে।

ইসরায়েলের এই হামলা ইয়েমেনের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। আঞ্চলিক উত্তেজনা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে শান্তির প্রচেষ্টার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

শেয়ার করুন: