April 5, 2025
আন্তর্জাতিক

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই এবার ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এই ভূমিকম্প আঘাত হানে বলে সংস্থাটি জানা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ভোর ৪.৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলা থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রতলের ৪২ কিলোমিটার (২৬ মাইল) গভীরে।

মানাডো এবং বিতুং শহরসহ পার্শ্ববর্তী প্রদেশ উত্তর সুলাওয়েসিতেও কম্পন অনুভূত হয়েছে। ভোর ৪.৩১ মিনিটে সেখানে ৪.৯ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়।

তবে এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

গত শুক্রবার মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে তিন হাজারেরও বেশি মানুষ মারা যায়। আহত হয় অনেকে। বিধ্বস্ত হয় বহু বাড়ি। এখনো অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন। ধ্বংসস্তুপের নিচে আটকেপড়াদের বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে।

শেয়ার করুন: