এবার মাদক অধিদফতরের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ ভয়ংকররূপ ফিরবে’
খুলনা ও কমলাপুর রেলওয়ে স্টেশনের পর এবার ঢাকাতেই আরেক সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আবার ভয়ংকররূপে ফিরে আসার ঘোষণা সম্বলিত লেখা ভেসে উঠেছে।
সোমবার (১৩ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গেন্ডারিয়া ঢাকা (দক্ষিণ) কার্যালয়ের ভবনে লাগানো মাদকরোধক ডিসপ্লেতে ভেসে উঠে ‘ছাত্রলীগ আবার ভয়ংকররূপে ফিরে আসবে’।
এ ঘটনায় ইতোমধ্যে অধিদফতরে তোলপাড় শুরু হয়েছে। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি শাান্তিশৃঙ্খলা রক্ষায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অপারেশনস্ ও গোয়েন্দা), অ্যাডিশনাল ডিআইজি তানভীর মমতাজ জানান, বিষয়টি তারা জানতেন না। সোমবার বিকেলে জানতে পেরেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে দক্ষিণ কার্যালয়ের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম বলেন, ডিসপ্লে সঙ্গে সঙ্গে বন্ধ করায় আমার কাছে ফুটেজ নেই। তবে নতুন যে পেন ড্রাইভ লাগানো আছে, সেখানে লেখা থাকলে থাকতেও পারে। এ ঘটনায় অতিরিক্ত পরিচালক লিখিতভাবে প্রধান কার্যালয়কে জানিয়েছেন। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদফতরের দক্ষিণ কার্যালয়ের ছাদের বাইরে দিকে একটি ডিসপ্লে আছে। যেখানে ‘মাদককে না বলুন’ বা এ জাতীয় মাদকবিরোধী নানা শ্লোগান ২৪ ঘণ্টা লেখা দেখাতে থাকে। ডিসপ্লেতে রোববার রাত ১২টার দিকে ছাত্রলীগের ভয়ংকররূপে ফিরে আসার ঘোষণা সম্বলিত লেখা দেখতে পান স্থানীয়রা। পরে তারা জড়ো হয়ে কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তারা স্থানীয় লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সঙ্গে সঙ্গে ডিসপ্লেটি বন্ধ করে দেওয়া হয়।
সোমবার গেন্ডারিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহেদ খান জানান, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে। অধিদফতরের কর্মকর্তারাও একটি জিডি করতে এসেছেন।
প্রসঙ্গত, এর আগেও কমলাপুর স্টেশন, খুলনা রেল স্টেশনসহ কয়েকটি জেলায় সরকারি অফিস কিংবা অধিদফতরে এ ধরনের ডিসপ্লেতে নিষিদ্ধ ছাত্রলীগের শ্লোগান ভেসে ওঠার অভিযোগ পাওয়া গেছে।