November 14, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

এক সপ্তাহে ১২ হাজার কেজি পলিথিন জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

পলিথিন শপিং ব্যাগ বন্ধে মন্ত্রণালয়ের বাজার মনিটরিংয়ে এক সপ্তাহে ৬ লাখ টাকা জরিমানা এবং ১২ হাজার ৬৯৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। 

শনিবার (৯ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।

অভিযানের বিষয়ে বলা হয়েছে, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে। আজ সকালেও বনানী কাঁচাবাজার, বনানী ডিসিসি মার্কেট, চেরি শপিং কমপ্লেক্স এবং স্বপ্ন সুপার শপে মনিটরিং টিমের সদস্যরা সচেতনতামূলক তদারকি কার্যক্রম চালায়।

পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল করিম এবং উপসচিব রুবিনা ফেরদৌসীসহ কমিটির অন্যান্য সদস্যরা বাজার মনিটরিং কার্যক্রমে অংশ নেন। তারা জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করে এবং পলিথিন ব্যাগের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। তারা জানান, পরবর্তী অভিযানে পলিথিন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক তপন কুমার বিশ্বাস বলেন, ৩ নভেম্বর থেকে পলিথিন উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। গত এক সপ্তাহে ৬৭টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৪২টি দোকান ও প্রতিষ্ঠানকে ৬ লাখ ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় এবং ১২ দশমিক ৬৯৬ টন পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানে একটি অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তপন কুমার বিশ্বাস আরও বলেন, বিভিন্ন কাঁচাবাজার ও সুপার শপে সচেতনতার ফলে পলিথিন ব্যবহারের পরিমাণ ক্রমশ কমছে।

প্রসঙ্গত, ২০০২ সালেই দেশে পলিথিনের উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

শেয়ার করুন: