April 12, 2025
খেলাধুলা

এক ম্যাচ নিষিদ্ধ হৃদয়, এবাদতের ৪০ হাজার টাকা জরিমানা

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ৯ বছর পর জিতেই দুঃসংবাদ পেলো মোহামেডান। অসুস্থ তামিম ইকবালের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয় এক ম্যাচের জন্য নিষিদ্ধ। আজ শনিবার শেরে বাংলায় আবাহনীর বিপক্ষে ৩৯ রানের জয়ের পর এই দুঃসংবাদ পায় মোহামেডান শিবির।

মাঠে বারবার আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ এবং আম্পায়ারদের সঙ্গে অসৌজন্যতামূলক আচরণ ও বাকবিতণ্ডায় লিপ্ত হওয়ায় ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তাওহিদ হৃদয়। নিয়ম অনুযায়ী, ৪ ডিমেরিট পয়েন্টের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মোহামেডান অধিনায়ক।

মোহামেডান ক্যাপ্টেন একা নন। শাস্তির খড়গ ঝুলেছে মোহামেডান পেসার এবাদত হোসেনের ওপরও। তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে ৩টি ডিমেরিটস পয়েন্টস। শনিবার রাতে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ৪ ডিমেরিটস পয়েন্ট পাওয়া তাওহিদ হৃদয় খেলা শেষে আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। হৃদয় বোঝানোর চেষ্টা করেন, আম্পায়াররা ভুল করেছেন এবং তিনি সেই ভুলের প্রতিবাদ করেছেন মাত্র।

হৃদয় বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে। আম্পায়াররাও মানুষ। তাদেরও ভুল হতে পারে। সে ভুল স্বীকার করা উচিত। ঘটনা যেটা হয়েছে, পুরোপুরি ব্যাখ্যা করতে পারব না। হিট অব দ্য মোমেন্ট অনেক কিছুই হয়। তারাও (আম্পায়ার) মানুষ, তারাও ভুল করতে পারেন। কিন্তু ভুলটা স্বীকার করা উচিত।’

মোহামেডান অধিনায়ক যোগ করেন, ‘আমি যদি ভুল করি আমি স্বীকার করব। ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন, এটা ভুল না; তাহলে হয় না। অবশ্যই তাকে (আম্পায়ার) আমরা শ্রদ্ধা করি, তিনি ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। এখানে আজকে যারা ছিল, ম্যাক্সিমামই ইন্টারন্যাশনাল প্লেয়ারই ছিল। এরকম বড় ম্যাচে একটা-দুটো ভুল সিদ্ধান্ত বড় ব্যবধান তৈরি করে দিতে পারে। এটা নিয়ে কী হয়েছে, এটা আমি বলব না। কিন্তু যদি হিতে অন্যদিকে যায়, তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলব ইনশাআল্লাহ, আমি মুখ খুলব।’

শেয়ার করুন: