November 21, 2024
আন্তর্জাতিক

এক দিনে লেবাননে ১৪৫ বার বোমা ফেলল ইসরায়েল

লেবাননে গত ২৪ ঘণ্টায় ১৪৫ বার হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের বেশিরভাগই ছিল নাবাতিহ ও লেবাননের দক্ষিণাঞ্চলে। এতে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বৈরুত থেকে বাসিন্দাদের সরে যেতে আবারও নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার থেকে শুরু করে শহরটির দক্ষিণ শহরতলীতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, সেখানে হিজবুল্লাহর সুরক্ষিত ঘাঁটি রয়েছে।

মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হয় ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। বিমান হামলার পর স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল।

শেয়ার করুন: