এক টুকরো খাবারের জন্য প্রাণ গেছে প্রায় দেড় হাজার ফিলিস্তিনির
শুধুমাত্র বেঁচে থাকার খাবার আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১ হাজার ৩৭৩ জন মানুষ। শুক্রবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার অফিস। তারা বলেছে, মে মাসের শেষ দিক থেকে বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রগুলোতে খাবারের আশায় গিয়ে প্রাণ হারিয়েছেন তারা।
যারমধ্যে বেশিরভাগকেই গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনারা।
বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি বলেছে, “গত ২৭ মে থেকে খাবারের খোঁজে গিয়ে ১ হাজার ৩৭৩ ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন। যারমধ্যে ৮৫৯ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশনের ত্রাণকেন্দ্রের মধ্যে। অপরদিকে ত্রাণকেন্দ্রে যাওয়ার সময় হত্যার শিকার হয়েছেন ৫১৪ জন। এই হত্যাকাণ্ডের বেশিরভাগই সংঘটিত করেছে ইসরায়েলি সেনারা।”
ত্রাণকেন্দ্রে খাবার আনতে যাওয়া প্রায় দেড় হাজার মানুষকে মেরে ফেলা দখলদার ইসরায়েল দাবি করে থাকে, তারা শুধুমাত্র সতর্কতার জন্য গুলি ছোড়ে।
কিন্তু সত্যিকারের বাস্তব চিত্র বেরিয়ে আসছে। ইসরায়েল চাইলেও তা চেপে রাখতে পারছে না। এতে করে বাধ্য হয়ে দখলদাররা এখন গাজায় আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে ত্রাণ বিতরণে বাধ্য হচ্ছে।