একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো রেকর্ডের পিছে ছুটেন নাকি রেকর্ডই রোনালদোর পিছে ছুটে তা বলা মুশকিল। পর্তুগীজ এই মহাতারকা নিজের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন, গোল-অ্যাসিস্টের বন্যা বইয়ে গড়েছেন অসংখ্য মাইলফলক। তবে সিআরসেভেন এখনো থামেননি, তাই থেমে নেই নতুন রেকর্ড গড়াও।
গতকাল আল রায়েদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসের। এই ম্যাচে দারুণ এক গোল করেছেন রোনালদো। পর্তিগীজ মহাতারকার গোল করার ম্যাচে জয় পেয়েছে সৌদি ক্লাবটি। সেই সঙ্গে নতুন এক রেকর্ডও হয়েছে এ তারকার।
ফুটবলের ইতিহাসে প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ ম্যাচ জয়ের কীর্তি গড়েছেন। ক্যারিয়ার জুড়ে ৫টি ভিন্ন ক্লাবের হয়ে খেলে এ রেকর্ড গড়েছেন রোনালদো। স্পোর্টিং লিসবন দিয়ে শুরু, এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস হয়ে ফের ম্যানইউ এবং সবশেষ আল নাসেরে যোগ দিয়েছেন রোনালদো।
আল নাসেরের হয়ে ৯৪ ম্যাচ খেলে ৬৬ ম্যাচ জিতেছেন রোনালদো। ক্যারিয়ারের শুরুতে স্পোর্টিং লিসবনের হয়ে খেলে তিনি জিতেছেন ১৩ ম্যাচ। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মেয়াদে তিনি জেতেন ২১৪ ম্যাচ।
ক্লাব ক্যারিয়ারে রোনালদো সবচেয়ে বেশি ৩১৬ জয় পেয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে তিনি চারটি চ্যাম্পিয়নস লিগ, দুই বার লা লিগা জিতেছেন। এছাড়া জুভেন্টাসের জার্সিতে তিনি জিতেছেন ৯১ ম্যাচ।