উর্দু ভাষায় পাকিস্তানে শাকিবের ‘তুফান’
পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টির বেশি পর্দায় মুক্তি পেয়েছে আজ শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে।
এ বছর ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ এরই মধ্যে ব্যবসা সফল হয়েছে। বড় পর্দার পাশাপাশি সিনেমাটি ছোট পর্দাতেও মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে তুফান। তা ছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পায়েছে সিনেমাটি।
‘তুফান’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম ও গাজী রাকায়েতের মতো তারকারা।