September 17, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

উঠে আসছে খুলনার তরুণ আওয়ামী নেতৃত্ব

খুলনার রাজনীতির মাঠে পদচারণা করছেন এক ঝাঁক তরুণ নেতা। বিএনপি-জামায়াতের বিভিষিকাময় নৃশংসতা প্রতিরোধ করে খুলনাকে শান্তির জনপদে পরিণত করতে নিরলস কাজ করছেন এই তরুণ নেতৃত্ব। আগামীতে খুলনার রাজনীতির লাগাম থাকবে তাদেরই হাতে।

॥ শফিকুর রহমান পলাশ ॥

সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি ও মহানগর যুবলীগ সভাপতি শফিকুর রহমান পলাশ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে খুলনায় উন্নয়নের দ্বার উন্মোচন করেছেন। বাণিজ্যের দ্বার খুলে দিয়েছেন। খুলনার সাথে ঢাকার সংযোগ সহজ হওয়ায় ঢাকায় গিয়ে ব্যবসা বানিজ্য করতে পারবেন। এখন আমাদের একটাই স্বপ্ন শিল্প নগরী খুলনা ফের শিল্পনগরীর মর্যাদায় ফিরে আসুক।

॥ শেখ ফারুক হাসান হিটলু ॥

সাবেক ছাত্রনেতা ও মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু জানান, খুলনাবাসির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশির্বাদ স্বরুপ। তার সময়ে খুলনার ক্রীড়াঙ্গনে লেগেছে উন্নয়নের ছোয়া। তার সময়ে খুলনা জেলা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, খুলনা মহিলা কম্পেলেক্স ও সুইমিং পুল, প্রতিটা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণসহ খেলাধুলার ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে।

॥ জেড এ মাহমুদ ডন ॥

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ সভাপতি ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন জানান, বর্তমান সরকার দক্ষিণ-পশ্চিম অঞ্চল উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। আমাদের কোন চাওয়াই অপূর্ণ রাখেনি। এ পর্যন্ত যতগুলো দাবি করেছি সবগুলোই পূরণ করেছে। এ সরকারের আমলে সবচেয়ে বড় পাওয়া পদ্মা সেতু হয়েছে। এছাড়া মোংলা বন্দর উন্নয়ন হয়েছে, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, মেট্রো রেল, বঙ্গবন্ধু ট্রানেল হয়েছে, খুলনা মোংলা রেল লাইন চালু হয়েছে। এ সরকারের আমলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্যে পরিবর্তন হয়েছে।

॥ শেখ আবু হানিফ ॥

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে খুলনায় উন্নয়নের দ্বার উন্মোচন করেছেন। বাণিজ্যের দ্বার খুলে দিয়েছেন। খুলনার সাথে ঢাকার সংযোগ সহজ হওয়ায় ঢাকায় গিয়ে ব্যবসা বানিজ্য করতে পারবেন। যার বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবেন তারা। এখন আমাদের একটাই স্বপ্ন শিল্প নগরী খুলনা ফের শিল্পনগরীর মর্যাদায় ফিরে আসুক।

॥ ফয়েজুল ইসলাম টিটো ॥

খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ভিপি ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই তরুণ প্রজন্ম স্বপ্ন দেখা শিখেছে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন তারা। তৈরি হয়েছে লাখো তরুণের কর্মসংস্থান। তাই তরুণ প্রজন্মর আওয়ামী লীগের বিকল্প ভাবার সুযোগ নেই।

॥ আসাদুজ্জামান রাসেল ॥

আওয়ামী স্বেচ্ছাসবক লীগের মহানগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান তরুণ প্রজন্মর কাছে অনেক বড় পাওয়া। এ প্রজন্মের জীবন-যাত্রার মান-ই পাল্টে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার। এ সরকারের আমলে দক্ষীণ-পশ্চিমাঞ্চলে ধারাবাহিক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার সুফল তরুণ প্রজন্মই ভোগ করবে। তাই আগামী ১৩ নভেম্বরের সমাবেশ জন সমুদ্রে পরিণত হবে। এ সমাবেশে সবচেয়ে বেশি আগমন হবে তরুণ প্রজন্মের।

শেয়ার করুন: