March 12, 2025
আন্তর্জাতিকলেটেস্ট

উইন্ডসর ক্যাসেলের ইফতার অনুষ্ঠানঃ আশ্চর্যজনক এক ইতিহাস সৃষ্টি হল

হাসান কবির, লন্ডন থেকে

১০০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উইন্ডসর ক্যাসেলের স্টেট অ্যাপার্টমেন্টে একটি উন্মুক্ত ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত রবিবার, ৩৫০ জনেরও বেশি লোক তাদের রমজানের রোজা ভাঙতে সেন্ট জর্জ হলে জড়ো হন।

অংশগ্রহণ করেছেন এমন একজন বিবিসিকে বলেন, “সে এক আশ্চর্যজনক পরিবেশ, বাস্তব বলে মনে হচ্ছিলো না।”

সপ্তাহান্তে শুরু হয়েছে পবিত্র রমজান মাস এ মাসে মুসলমানরা রোজা রাখে এবং ভোর ও সূর্যাস্তের মধ্যে পানাহার করা থেকে বিরত থাকে। বিনামূল্যের এই অনুষ্ঠানটি লন্ডন ভিত্তিক Charity Ramadan Tent নামক একটি দাতব্য সংস্থা আয়োজন করে।

উইন্ডসর ক্যাসেলের ভিজিটর অপারেশনস ডিরেক্টর সাইমন ম্যাপলস বলেছেন, রাজা বহু বছর ধরে ধর্মীয় বৈচিত্র্যকে লালন করে এসেছেন এবং আন্তঃধর্মীয় কথোপকথনকে উৎসাহিত করছেন। বস্তুত তার কারনেই আমরা অনেক দূর আসতে পেরেছি।’ উল্লেখ্য, সেন্ট জর্জ হল সাধারণত রাষ্ট্রপ্রধানদের আপ্যায়ন এবং বিশেষ ভোজ আয়োজনের জন্য ব্যবহৃত হয়।

রবিবার রোজা ভাঙার সময় সংকেত দেয়ার জন্য নামাজের আযান দেয়া হয়। পুরো ভবন জুড়ে সে আযান প্রকম্পিত করে তুলেছিলো। এসময় খেজুর খাওয়া হয় এবং খাবার পরিবেশনের আগে দোয়ায় শামিল হন উপস্থিত সবাই।

একজন মহিলা বিবিসিকে বলেন, “রাজপরিবারের পক্ষ হতে তাদের বাড়িটি আমাদের ইফতারের জন্য উন্মুক্ত করার বিষয়টি গভীর সহৃদয়তার স্মারক।”

আরেকজন বলেছেন: “আমরা কখনই ভাবিনি যে এখানে আমরা ইফতার করব। এটা স্পষ্ট যে, আমরা অনেক দূর এসেছি।”

যারা মহামহিম উইন্ডসরের বাড়িতে খেয়েছেন তাদের জন্য এটি সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে।

এক মহিলা বলেন, “আমি ইউনিভার্সিটিতে ইতিহাস পড়েছি। উইন্ডসর ক্যাসেলে আমি যে কোনো একদিন রোজা শেষে ইফতারির জন্য আসতে পারবো এ আমি স্বপ্নেও কখনো ভাবিনি। তিনি বলেন, ঐতিহাসিক জ্ঞানের সাথে আমার মুসলিম পরিচয়টাকে একিভূতকরণ একটি সত্যিকারের বিশেষ অধিকার প্রদানের মত।

অন্য একজন অংশগ্রহণকারী বলেন: “আমি এর আগে কখনও উইন্ডসর ক্যাসেলে যাইনি, তাই এটি আমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা। প্রথমবার এখানে আসা, তাও আবার মুসলিম পরিচয়সহ- জাস্ট ভাবা যায় না।”

এক ভদ্রলোক রাজাকে ধর্মীয় মাসে তাদের সাথে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান। তারা তাকে বলেন, “যে কোন দিন, যে কোন সময়। আমাদের রমজান ৩০ দিনের জন্য। আপনি যেদিন আসতে চাইবেন আমাকে জানাবেন।”

রমাদান টেন্ট প্রকল্পের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী, ওমর সালহা বলেন, রাজা একজন চমৎকার মানুষ। তিনি কমিউনিটির সংহতির প্রতি অঙ্গীকারাবদ্ধ। ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের প্রতি তার সমর্থনের জন্য আমরা অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ।

ইফতার ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। এ ধরণের পার্টি, পুরো মাস ধরে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন: