March 31, 2025
আন্তর্জাতিক

ঈদের আগেই বাংলাদেশে পুরোদমে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

ঈদের আগেই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড (এপিজেএল)। বকেয়া পরিশোধের পর কোম্পানিটি বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।

বৃহম্পতিবার (২৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে বকেয়া পরিশোধ না হওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছিল ভারতীয় এ কোম্পানি। দীর্ঘ চার মাস পর পুরোদমে সরবরাহ শুরু করেছে তারা।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম বৃহস্পতিবার জানান, আমরা আদানির পাওনা নিয়মিত পরিশোধ করছি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। তবে তিনি পরিশোধের পরিমাণ বা অতীত বকেয়া পরিশোধ হয়েছে কি না, তা স্পষ্ট করেননি।

বিপিডিবির তথ্য অনুসারে, আদানি গত ২ সপ্তাহেরও আগে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে।

অদানি পাওয়ার লিমিটেড গত বছর নভেম্বর মাসে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। ডলার সংকট ও সরকারের পরিবর্তনের সময় বিল পরিশোধে বিলম্ব হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন বাংলাদেশকে গরমের সময় যখন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে, তখন ব্ল্যাকআউটের হাত থেকে রক্ষা করবে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর মুম্বাই স্টক এক্সচেঞ্জে আদানি গ্রুপের শেয়ার ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে, এ বছরের শুরু থেকে শেয়ারের মূল্য প্রায় ৫ শতাংশ কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া পরিমাণ এক সময় ৮৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল, বর্তমানে ৮০০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এটি পরিশোধ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে এ বিষয়ে আদানি গ্রুপের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলে তাদের তাৎক্ষণিক সাড়া মেলেনি।

শেয়ার করুন: