ইসলামাবাদ কলেজিয়েট স্কুলে নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বুধবার সকালে স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
সিটি মেয়র নবীণ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে উজ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার। করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি তুলে ধরে তিনি মনোযোগ সহকারে পাঠাভ্যাসের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের অনুরোধ জানান।
সিটি মেয়র আরও বলেন, শিক্ষার প্রসার এবং শিক্ষা প্রতিষ্ঠানে মনোরম পরিবেশ সৃষ্টি করতে সিটি কর্পোরেশন নগরীতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। ইসলামাবাদ কলেজিয়েট স্কুলকেও বর্ধিত কলেবরে আরো নান্দনিক করে গড়ে তোলা হবে বলে তিনি উল্লেখ করেন।
স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের উপধ্যক্ষ ইমরুল কায়েস, পরিচালনা পর্ষদের সদস্য আর্কিটেক রেজবিনা খানম, প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ইমদাদুল ইসলাম, শিক্ষক কাজী আব্দুল কাদির প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়