September 21, 2025
আন্তর্জাতিক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রোববার গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপর ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ ইসরায়েলের উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লাখিশ ও আশদোদ এলাকায় কিছুক্ষণ আগে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পর উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েলের বিমানবাহিনী। অন্যটি জনবসতিহীন এলাকায় পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গাজা থেকে ইসরায়েলে কোন গোষ্ঠী হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু হওয়ায় ইসরায়েলে এই ধরনের হামলার ঘটনাকে একেবারে কমে গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ইসরায়েলি হামলায় রোববার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে কেঁপে উঠেছে গাজা উপত্যকা। উপত্যকায় বিমান হামলার মাঝেই ইসরায়েলের সেনাবাহিনী স্থল অভিযান জোরদার করেছে। প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা দখলের চেষ্টায় টানা বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের নির্বিচার হামলায় পুরো  ফিলিস্তিনি ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের অধিকাংশই গাজা শহরের বাসিন্দা।
শেয়ার করুন: