ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত
ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটিতে কয়েকজনের মৃত্যু হওয়ার তথ্য শোনা গেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের একটি বার্তাসংস্থা এবং মানবাধিকার সংস্থা কয়েকজনের মৃত্যুর তথ্য জানিয়েছে।
আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ ‘বিষয়টি সম্পর্কে জানে এমন সূত্রের’ বরাতে বলেছে, বৃহস্পতিবার সকালে পূর্ব ইরানের লোরদেগানে পুলিশ ও সশস্ত্র বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।
মানবাধিকার সংস্থা হেঙ্গোও বেশ কয়েকজনের মৃত্যুর তথ্য জানিয়েছে। তারা বলেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে কয়েকজনকে হত্যা করেছে।
গতকাল বুধবার রাতে ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট আধাসামরিক বাহিনী বাসিজের এক সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া যায়। তার নাম আমিরহোসাম খোদায়ারি বলে জানা গেছে। এছাড়া আরও ১৩ জন আহত হয়েছেন।
মানবাধিকার সংস্থা হেঙ্গো জানিয়েছে, গতকাল বুধবার ইসফাহান প্রদেশে এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়।
আজ বৃহস্পতিবার ফার্স প্রদেশের মারভদাশতে বিক্ষোভ হয়। কেরমানশাহ, খুজেস্তান এবং হামেদান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
ইরানে মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়েছে। এতে করে সেখানকার মানুষের জীবনব্যয় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা প্রথম বিক্ষোভ শুরু করেন। যা ধীরে ধীরে পুরো দেশে ছড়িয়ে পড়ছে সঙ্গে সহিংসতাও বাড়ছে।
এমন পরিস্থিতিতে ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়নের সঙ্গে সরাসরি সংলাপের প্রস্তাব দিয়েছে ইরান সরকার। তবে সংলাপে কি আলোচনা করা হবে সেটি স্পষ্ট নয়।

